২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জামাত ও বিএনপি এবং জেএমবি সারা দেশে সিরিজ বোমা হামলা চালায়। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের অধীনেস্থ ১নং রাজা নগর ও ১৩ নং ইসলামপুর ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রাজা নগর ইউনিয়ন কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন,ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার , ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীসহ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালের এই দিনে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন কর্তৃক দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন।
একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যে দেশব্যাপী পরিকল্পিত এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।