খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দীঘিনালা থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ সেলিম(৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসাসী উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাঠাঁলতলী এলাকার শাহ আলমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ সেলিম কে গত মাসের ৩ ফেব্রুয়ারী দীঘিনালা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, ‘ডেবিল হান্ট’ অপারেশন এর আওতায় দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি’কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আইনী প্রক্রিয়া বিজ্ঞ আদালতে পাঠানো হবে।