রবিবার, মার্চ ২৬News That Matters

জুরাছড়িতে উৎসব মূখরভাবে চলছে গণ টিকা

শেয়ার করুন:

 

সুমন্ত চাকমা, জুরাছড়ি প্রতিনিধি। 

সারা দেশের ন্যায় রাঙামাটি জুরাছড়ি উপজেলায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ১৮টি কেন্দ্রে সকাল থেকে একযোগে টিকান প্রদান করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনন্যা চাকমা।

সরজমিনে ঘুরে দেখা যায়, জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ি ও ইউনিয়ন পরিষদ, চকপতিঘাট কমিউনিটি সেন্টার, বনযোগীছড়া ইউনিয়ন, শীলছড়ি পাড়া কেন্দ্রে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে আছেন টিকা প্রাপ্তি ইচ্ছুক নারী-পুরুষ। ২-৩ জন সেচ্ছাসেবী কর্মী ডাটা এন্ট্রি করছেন। ভিতরে ২ জন স্বাস্থ্য কর্মী টিকা প্রদান করছেন।
১৮-২০ বছরের কিশোর কিশোরীর সংখ্যা বেশী দেখা যায়।

১৮-২০ বছরের লিনা, বিনতা, সঙ্গীতা, শিউলি চাকমা, মদনা চাকমা টিকা পেয়ে অনেক খুশি। তারা বলেন, খুব সহজে সামাজিক দুরত্ব বোঝায় রেখে টিকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীসহ সকল স্বাস্থ্য কর্মীদের কৃতজ্ঞতা জানাই।

টিকা নিতে আসা লক্ষি সোনা (৫৫), শশীলতা চাকমা (৫৪) বলেন, অসুস্থতার কারণে এত দিন টিকা দেওয়া সম্ভব হয়নি। টিকাটি পেয়ে আমি অনেক খুশি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি কেন্দ্রে ১শ জন প্রায় স্বাস্থ্য কর্মী ও সেচ্ছাসেবক কাজ করছে। এছাড়া উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করছে।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রথমে প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনন্যা চাকমা জানান, উপজেলায় সকাল থেকে ১৮টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়েছে। সকলে কেন্দ্রে পর্যাপ্ত ভ্যাসিন সংরক্ষিত রয়েছে ।

যারা ১৮ বছর পূর্ন হয়েছে কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়াই জম্ম নিবন্ধন নিয়ে টিকা দেওয়া হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, সকাল থেকে উৎসব মূখর ভাবে প্রতিটি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *