আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে রাঙামাটিতে প্রচার ও প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলাম। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের বনরূপা এলাকায় সমাবেশকে ঘিরে প্রচারণা চালানো হয়। এর আগে জেলা শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণা চলানো হয়।
প্রচারণা চলাকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলিম বলেন, জামায়াতে ইসলামের আয়োজনে ঢাকায় আগামী ১৯ জুলাই সমাবেশে সাধারণ জনগণ যোগদানের মাধ্যমে লোকে লোকারণ্য হয়ে যাবে। এ সমাবেশে ঘোষণা করা হবে আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, খুনী মুক্ত। আগামী সংসদ নির্বাচনে এদেশের আপামর জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের পক্ষ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
এ সময় রাঙামাটি ২৯৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ, জেলা সেক্রেটারী মো: মনছুরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি আব্দুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের আমীর মো. মাইনুদ্দীন, সেক্রেটারী হাফেজ আবুল বশার, ৭ নং ওয়ার্ড আমীর জে আজম, বনরূপা ওয়ার্ত সভাপতি আব্দুর রাজ্জাক অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।