রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সিএনজি করে অবৈধভাবে পাচারকালে ১৫ কেজি তামার তার সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মজিদপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০ টায় কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ ও এসআই সাইমন এর নেতৃত্বে পুলিশ ফোর্স কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগান চেকপোস্টের সামনে থেকে ১ টি সিএনজি তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি তামার তার উদ্ধার এবং অবৈধ তামার তার বহনের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করে।
ওসি জানান, চোরাইকৃত মালামালগুলো চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) হতে চুরি করে উক্ত পথে সিএনজি যোগে লিচুবাগানের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো।
আটক ব্যক্তির বিরুদ্ধে কেপিএম এর নিরাপত্তা কর্মকর্তা রাজু দেশোয়ারা বাদি হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন এবং শুক্রবার সকালে তাঁকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে পুলিশ জানান।