নানিয়ারচরে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ফজলুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক,নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দাপ্তরিক কার্যক্রম বিষয়ে আলোচনা করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন