শনিবার, মার্চ ২৫News That Matters

নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে কাপ্তাইয়ে অভিযান

শেয়ার করুন:

 

নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে রাঙামাটির কাপ্তাইয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান করা হয়েছে। এইসময় ১০ টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

রবিবার বেলা ১২ টা হতে ৩ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এইসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ইহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১২ ধারায় ১ জন দোকানদারকে ১ টি মামলায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৯ টি মামলায় ৯ হাজার ৭০০ টাকা সহ সর্বমোট ১০ টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *