রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় গতকাল সোমবার (২০ অক্টোবর) ২২ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত নাইন্দাওয়ানসা মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ভদন্ত আগ্গাশ্রী মহাথের।
এতে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভদন্ত ধর্মানন্দ মহাথের। দানানুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ভদন্ত ড. জিনবোধি মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সহ সভাপতি ভদন্ত বিনয়তিষ্য মহাথের।
দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বৌদ্ধভদন্ত কোবিধা মহাথের।
স্বাগত বক্তব্য প্রদান করেন ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভদন্ত সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত প্রজ্ঞাসিদ্ধি ভিক্ষু। এসময় বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ এবং শত শত দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।