রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আহদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি- খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন–সানজিদা বেগম (১৭) মোঃ সৈয়দ (৫৫) মোঃ হানিফ (৪৫), মোঃ ইশতিয়াক (২৭) ও মোঃ রবিউল (১৫) বছর। তারা সবাই রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে গুরুতর আহতদের মধ্যে দুই জনের অবস্থা তেমন ভাল না বলে সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীদের মতে, একটি অটোরিকশা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। সাপছড়ি ইউর্টানে সিএনজি দুর্ঘটনায় আহত ৫ যার মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। তবে দুর্ঘটনায় চালকের তেমন কিছুই হয়নি। সিএনজিটি নানিয়ারচর উপজেলা হতে রাঙামাটি জেলা শহরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কথা নিশ্চিত করে সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও জানিয়েছেন, রাঙামাটি- খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকায় একটি অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় ৫জন আহত রোগি হাসপাতলে আনা হয়েছে। তারা সবাই ভর্তি আছে। তবে ৫জন আহতের মধ্যে ২জনের অবস্থা তেমন ভাল না।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজির আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাহেদ উদ্দিন বলেন, আমরা শুনছি সাপছড়ি এলাকায় একটি অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় ৫ আহত হয়েছে তার মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।