বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রহমত উল্লাহ খাজার উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে রহমত উল্লাহ খাজা ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে নিজ হাতে উপহার সামগ্রী তুলে দেন।
জানা যায, বাঘাইছড়ি বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ। গত ২১ মে মঙ্গলবার রাতে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মত ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়ে ক্ষতিগ্রস্তরা।