রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরমোহাম্মদ এর আবেগঘন বিদায় দিয়েছে উপজেলা প্রশাসন।
৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
দীর্ঘ আট বছর সুনামের সহিত দায়িত্ব পালন করে কক্সবাজার রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলার সকলের প্রিয়মূখ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর বিদায় উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও তার সহকর্মীরা এক আবেগঘন বক্তব্যের মাধ্যমে দীর্ঘ আট বছরের কর্মজীবনের স্মৃতি চারণ করেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।