রাঙামাটি শহরের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গত ২৮ এপ্রিল ২০২২ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঈদ জামাত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তে বলা হয়েছে,তবলছড়ি কেন্দ্রীয় ঈদ জামাত আশ-পাশের যে সকল সমজিদ আছে সবাই মিলে তবলছড়ি জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনষ্ঠিত হবে।
রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং(পুরাতন স্টেডিয়াম মাঠে ঈদ জামাত আশ পাশের মসজিদ মিলে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আশ পাশের মসজিদ নিয়ে আদালত ভবন প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ভেদভেদী আমানত মাঠ প্রাঙ্গণে আশ পাশের মসজিদ নিয়ে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ পাশের মসজিদ নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহরের মধ্যে প্রধান ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেক ঈদ জামাতে প্রতিটি এলাকায় ঈদ জামাত পরিচালনা কমিটি রয়েছে। প্রত্যেকটি ঈদ জামাতে আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে। এব্যাপারে পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।