আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির রামগড় উপজেলায় এবার ভোটার বেড়েছে। পঞ্চম উপজেলা নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮ হাজার ১৪৯জন।
সব মিলিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রামগড় উপজেলায় ৪৬ হাজার ৭১৯ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারের সাথে বাড়ানো হয়েছে ভোট কেন্দ্র ও ভোট গ্রহণ কক্ষ। উপজেলায় এবার ২০টি ভোটকেন্দ্র ও ৯১টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন জানান, গত উপজেলা নির্বাচনে রামগড় উপজেলায় মোট ভোটার ছিল ৩৮ হাজার ৫৭০। এখন ভোটার দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১৯ জনে। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৩২ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৮৭ জন। ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন এই নির্বাচন কর্মকর্তা।