খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকার চা শ্রমিক মো. মাঈনুল হোসেনের চুলার আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে থাকা ও রান্নার কুঁড়ে ঘর। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতিতে নিঃস্ব পরিবারটি।
উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা এলাকার মৃত মুক্তল হোসেনের দরিদ্র পুত্র সস্ত্রীক চা বাগানের শ্রমিক। ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রান্না ঘরে আগুনের সূত্রপাতে থাকার ঘরসহ দুইটি কুঁড়ে ঘর পুঁড়ে ছাই হয়ে যায়! আশেপাশে পানি না থাকায় লোকজন এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে আনার কোন উপকরণ না পাওয়ায় মূহুর্তে সব আগুনের লেলিহানে মিশে যায়। এতে মো. মাঈনুল হোসেন সব হারিয়ে বাড়ির ভিটার সামনে অবাক দৃষ্টিতে অবলা প্রাণীর দৃষ্টিতে দাঁড়িয়ে কেঁদে উঠেন।
ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঈনুল হোসেন ও তার স্ত্রী চা শ্রমিক। ঘরে ১০ বছরের মেয়েকে রেখে প্রতিদিনের ন্যায় তারা কাজে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার আগেই আগুনে সব কেড়ে নেয়। নিঃস্ব পরিবারটির রাত্রীযাপনের মতো কোন কিছু রইল না। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।