রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) এর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ওয়াগ্গাছড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারকে হাঁসের খামারের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে ১০টি পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে: কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন।
এ সময় ওয়াগ্গাছড়া জোনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর এস এম আশিকুজ্জামান, এএমসি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।