রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে অবৈধভাবে বহনকালে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯,১১,০০০/- (ঊনষাট লক্ষ এগারো হাজার) টাকা।
আটককৃত মোঃ হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর মোঃ আক্তার হোসেন এর ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
পুলিশ এবং বিজিবি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ মোঃ হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কে আটক করা হয়।
আটককৃত আসামী, মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।