নানিয়ারচরের বগাছড়ি এলাকার ধানের জমির পাশে আইল বেঁধে জাল পেঁচিয়ে একটি মাছের ক্রিক বানিয়ে মাছ চাষ করেন স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া এবং এই মাছের ক্রিকের জাল কেটে দেয়া নিয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।
বাবুল মিয়া জানায়,২৩ নভেম্বর রাতে তার এই ক্রিকের জাল পাশবর্তী পরিবার দুলাল মিয়া ও তার ভাইয়েরা মিলে কেটে দিলে আইল ভেদ করে পানি ও মাছ চলে যায় চেঙ্গী নদীর পানিতে।
তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তিনি আরো উল্লেখ করেন যে গেল কিছুদিন আগে তাদের উভয়ের জমি সংক্রান্ত সমস্যার কারনে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মোঃ দুলাল ও তার ভাইয়েরা বাবুলের এই ক্রিকের মাঝ নস্ট করার হুমকি দেয়।
মুঠোফোনে যোগাযোগ করলে মোঃ দুলাল জানায়,ওই ক্রিক নস্ট করার পিছনে তাদের কনো সম্পর্ক নেই, বাবুলের ক্রিকের থেকে আমাদের বাসা অনেকদূর। জায়গা সংক্রান্ত বিষয়ে বাবুলের সাথে জটিলতা রয়েছে তাই প্রতিহিংসার কারনে আমাদের ফাসানো হচ্ছে।
এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন,বিষয়টি নিয়ে নানিয়ারচর থানার একটি অভিযোগ হয়েছে তদন্ত এবং এর আইনি কাজ চলমান রয়েছে।