রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মাঝে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য ও আনসার সদস্যদের নির্বাচন চলাকালীন সময়ে করনীয় এবং বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশ সুপার পুলিশ সদস্য ও আনসার সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত পালন করার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মুঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।