বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত প্রকার ষড়যন্ত্র বিচূর্ণ করে, বিভক্তি এবং সংগ্রাম পরিহারের মধ্য দিয়ে সার্বভৌমত্ব রক্ষা প্রত্যয় জানিয়েছেন তিনি।
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা মাঠের মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যরা বলেন, আমাদের দুর্ভাগ্য আমাদের এই দেশটা একটা land of conspirac. চক্রান্তকারীদের দেশ। যতবার সফলতা এসেছে, এই সফলতা ব্যর্থ করার জন্য সবসময় এখানে চক্রান্ত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এর প্রকৃতির এবং সময়ের প্রয়োজনে যখন কোন একটা নেতা গড়ে ওঠে, দল গড়ে ওঠে, তার অপমৃত্যু আমাদের যেন একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে এত বড় একটা পরিবর্তনের, এক বছর যেতে না যেতেই আমাদের দেশের উপর সে শকুনরা ঘুরছে। সুতরাং সামথিং ইস কুকিং, কিছু একটা পাকানো হচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। সেজন্য সকল রাজনীতিবিদদের, সকল রাজনৈতিক দলকে সর্বপ্রথম দেশটাকে গুরুত্ব দিতে হবে।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯নং আসনের সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে বিভিন্ন উপজেলার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উৎসবমুখর পরিবেশ মিছিল নিয়ে জেলার পৌর-মাঠ প্রাঙ্গণ এলাকায় সমবেত হতে থাকে। পরে একটি বিশাল র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ডিসি অফিস সংলগ্ন নিউ-মার্কেটের সামনে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করেন