বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদের নেতৃত্বে স্কয়ার হেলিকপ্টার যোগে বর্ন্যাতদের জন্য ত্রান সামগ্রী এসেছে দীঘিনালা উপজেলায়।
সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় স্কয়ারের হেলিকপ্টার যোগে ক্যাপটে সাখাওত কামাল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ ত্রাণ নিয়ে আসেছেন।
স্কোয়াড্রন লিডার সৈয়দ সাখাওত কামাল জানান, শিক্ষার্থীদের ত্রাণ পৌঁছে দিতে স্কয়ার কোম্পানির হেলিকপ্টার নিয়ে দীঘিনালা উপজেলায় পৌঁছে দিতে এসেছি।
এসময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক জানান, সেনাবাহিনী বন্যার শুরু থেকে উদ্ধার কাজ করেছে। পাশাপাশি বর্ন্যার শুরু থেকেই নিয়মিত বর্ন্যাতদের ত্রাণ পৌছাতে কাজ করছে সেনাবাহিনী। দীঘিনালা সেনানিবাসের ৪ ইস্ট বেঙ্গল (বেবিটাই-গার্স) বর্ন্যার পরবর্তীতে মেডিকেল ক্যাম্পিংসহ সকল সহযোগিতা অব্যাহত রেখেছে। ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী দীঘিনালা উপজেলায় ত্রাণ পৌঁছাতে চান। তারাই অংশ হিসাবে স্কয়ার হেলিকপ্টারযোগে এ ত্রাণ আমরা নিয়ে এসেছি।