খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সদরের পাশ্ববর্তী অবহেলিত দুইটি গ্রাম মূড়াপাড়া ও যৌথখামারে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় তিনি এসব গ্রামের সার্বিক অবস্থা ও স্থানীয়দের সমস্যার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ইউএনও’র কাছে তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যা, বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুতের অভাব এবং চলাচলের রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন।
ইউএনও মোঃ আবু রায়হান মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং জানান, সরকারি উদ্যোগে খুব শিগগিরই এসব এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সোলার সিস্টেম ও ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয়টিও অগ্রাধিকারে প্রদানের আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, অবহেলিত এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য। মাঠপর্যায়ে এসে সমস্যাগুলো বুঝে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম , ইউপি সদস্য দোঅংপ্রু মারমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী।
স্থানীয়দের মধ্যে ইউএনও’র এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, প্রথমবারের মতো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বন্ধের দিনেও আমাদের গ্রামের সমস্যাগুলো স্বচক্ষে দেখেছেন, এটি আমাদের জন্য আশার বার্তা।
এই পরিদর্শনের মাধ্যমে মূড়াপাড়া ও যৌথখামার গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।


















