রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি ইউনিয়নে কেড়ংছড়ি ও বিলাইছড়ির লোকালয়ে এসে একটি বন্য শুকর আক্রমণ চালিয়ে ৩জন আহত করেছে।
আহতরা হলেন, সুজিত্রা চাকমা (৪৫), বেবী আক্তার (২৬) ও বিমলা চাকমা (৬৮)।
স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এদের মধ্য থেকে বিমলা চাকমাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গা বলেন, বন্য শুকরটি গত শনিবার কেড়ংছড়িতে লোকালয়ে এসে আক্রমন চালায়।
শুকরটি রবিবার সকালে বিলাইছড়ি উপজেলা সদরে এসে একজনকে আক্রমন করে কুতুবদিয়া নল খাগড়া বনে আশ্রয় নেয়।
এটি দেখতে পেয়ে কয়েক গ্রামের মানুষ শুকরটিকে ঘিরে ফেলে মেরে ফেলেছে। পাগলা শুকরের আক্রমনের খবরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। শুকরটির ওজন দুই মণের ওপরে হবে।
চেয়ারম্যান আরো বলেন শুকরটিকে দেখে মনে হয়েছে আগে কেউ আঘাত করেছে। শুকরের কানের গোড়ায় আঘাতের ক্ষত আছে। সম্ভবত কেউ গুলি করেছে মনে হয়েছে।