রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের সদ্য প্রয়াত অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা সোমবার ( ২৫ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন মহোদয়ের সভাপতিত্বে ও অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম ছায়েফউল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আজিমউদ্দিন, অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা, পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মিনাক্ষীপ্রভা বড়ুয়া, দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ওমর খৈয়াম আজাদ, পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সুদর্শন বড়ুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন, অধ্যাপক মো. আবু তালেব, অধ্যাপক শ্যামলী দাশ, অধ্যাপক মো. আবদুল হালিম জসীম, অধ্যাপক মো. সাইফুল আলম, অধ্যাপক শিবু শংকর বোস, কাপ্তাই প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক কায়সারুল ইসলাম। আলোচকরা প্রয়াত অধ্যক্ষ বেলাল চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘অধ্যক্ষ বেলাল চৌধুরী কলেজের সামগ্রিক উন্নয়নে দায়িত্ব পালনকালীন সময়ে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতেন, প্রাতিষ্ঠানিক সম্পর্কের বাইরেও সবার সাথে একটা অসাম্প্রদায়িক চেতনার আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। ‘প্রসঙ্গত: গত ২২ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ এএইএম বেলার চৌধুরী ৫৯ বছর বয়সে মারা যান।