বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সহিংসতার কারণে দেশের প্রত্যেক থানার কার্যক্রম বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় ৬২৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতার খাগড়াছড়ির রামগড় থানার কার্যক্রমও আজ দুপুর থেকে শুরু হয়েছে। সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান রামগড় থানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন, আমার থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন। তার মধ্যে দুজন অফিসিয়াল ছুটিতে আছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে।
লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, এই থানার সকল কার্যক্রমে ও নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা থাকবে।