কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের সেগুনবাগিচা থেকে চোরাই কাঠ ভর্তি গাড়ি ধরতে গিয়ে গাছচোরদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) রাত সোয়া ৯ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় ঘটেছে এ ঘটনা। হামলায় আহতরা হলেন খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম, এফজি অলিউল ইসলাম, মোঃ হাসান, আয়াত উল্লাহ ও হাসান আলী।
আহত বিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, রবিবার রাত পৌনে ৯ টার দিকে খবর আসে অটোরিকশা নিয়ে সেগুনবাগিচা থেকে কাঠ পাচার করা হচ্ছে। তাৎক্ষণিক স্টাফদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছসহ গাড়ি আটক করি। এসময় সংঘবদ্ধ গাছ চোরসিন্ডিকেটের প্রায় ৮/১০ জন লোক অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে চোরাই গাছ ভর্তি অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। এসময় তাদের অস্ত্রের আঘাতে আমিসহ আরো ৪ বনকর্মী গুরুতর আহত হয়।
তিনি আরো বলেন, চোর সিন্ডিকেটের সব সদস্যদের চিহ্নিত করতে পেরেছি, মামলার স্বার্থে আপাতত নাম বলা যাচ্ছেনা। তাছাড়া এসব চোরাই কাজে স্থানীয় বেশ ক’জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঐ এলাকা পরিদর্শন করে এ ঘটনায় চিহ্নিত গাছ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান।