কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া, মনগড়া সংবাদ প্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম বাদী হয়ে একই এলাকার নাসির উদ্দীন পিন্টুকে আসামী করে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কানিয়ারছড়া গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ সেলিম ও তার সহোদর সাইফুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক পেইজে উদ্দেশ্যমূলক ও মানহানিকর সংবাদ প্রচার করে একই এলাকার গুরা মিয়ার পুত্র নাসির উদ্দিন পিন্টু।
বাদীর অভিযোগ, মুলতঃ নাসির উদ্দিন পিন্টুর সাথে তাদের জায়গা-জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। তারই জের ধরে গালগল্প সাজিয়ে ঈদগাঁও উপজেলা নিউজ নামে একটি ফেক আইডিতে সংবাদের নামে অপপ্রচার করে তাদেরকে হেয় করার চেষ্টা করেছে।
ব্যবসায়ী মোহাম্মদ সেলিম বলেন, আমরা দু’ভাই বাজারের ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষ নাসির আমাদের সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। মুলতঃ আমরা নাসিরের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দু’সহোদরের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে অভিযোগটি ঈদগাঁও থানা পুলিশের এসআই বদিউল আলমের নিকট বর্তমানে তদন্তাধিন রয়েছে বলে জানা গেছে।


















