খাগড়াছড়ি জেলার মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীক্ষা (Recasting Teaching as a Collaborative Profession)”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, প্রেসক্লাব সভাপতি দীপক সেন। র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শিক্ষকতা পেশার মর্যাদা ও ঐক্য তুলে ধরতে এই আয়োজনকে অংশগ্রহণকারীরা উৎসব হিসেবে দেখেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, শিক্ষক জাতি গঠনের মূল কারিগর। তাদের পরিশ্রম, ত্যাগ ও নিবেদনেই আলোকিত হয় ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, শিক্ষকতা কেবল পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব। আজকের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায়ই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
সভায় বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার আধুনিকায়ন ও মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।