বুধবার, মার্চ ২২News That Matters

বান্দরবানের ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

শেয়ার করুন:

 

বান্দরবান ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান হোটেল এন্ড রিসোর্ট ওনারস্ এসোসিয়েশন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বান্দরবান হোটেল এন্ড রিসোর্ট ওনারস্ এসোসিয়েশন এর সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারক লিপি প্রদান করেন।

স্মারকলিপিতে দাবী করা হয়, হঠাৎ বান্দরবানের বিভিন্ন হোটেল-মোটেলে প্রবেশ করে রক্ষিত বর্ডার রেজিষ্টার খাতা ও অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ ফাইলপত্র টানা হেচঁড়াসহ তছনছ করে দেয়। এছাড়াও হোটেলের বিভিন্ন কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করে আগত পর্যটকদের হয়রানী করে আসছে।

তাছাড়াও হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের নিকট হতে উৎকোচ দাবীসহ হোটেল কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করে আসছিল। উৎকোচ না দিলে ভ্যাট অফিসের কর্মকর্তা মানিক দত্ত ও সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াসিক বিল্লাহ হোটেল মালিক ও স্টাফদের ভয়ভীতিসহ মামলার দেয়ার হুমকি প্রদর্শন করে আসছে। যা কোনভাবেই কাম্য নয়।

তাই এসব অহেতুক হয়রানী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান হোটেল মালিক কর্তৃপক্ষ। যদি ভ্যাট অফিসের অহেতুক এসব হয়রানী বন্ধ না হয় তাহলে বান্দরবানের সব হোটেল মোটেল বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন হোটেল মালিক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *