রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাস্তবায়ন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়সহ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদ যৌথ উদ্যােগে দিনব্যাপী উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে আজ (২৮ তারিখ) সকালে প্রদশর্ণী মেলার উদ্ধােধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্ব করেন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেযারম্যান অংনুচিং মারমা, সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল ইসলাম, গাইন্দ্যা ইউপি চেযারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা। রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন ও উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন দপ্তর,এনজিও,স্কুল,কলেজ সহ সর্বমোট ১৫ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন।