শনিবার, মার্চ ২৫News That Matters

দীঘিনালায় ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি 

শেয়ার করুন:

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ সর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে ৫ ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই।

মঙ্গলবার সন্ধা ৬ টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে অন্তত ৫ টি ব্যবসায়ীর দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।

এদের মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমা’র সৃজন কম্পিউটার এন্ড স্টুডি, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ।

এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরী অন্তত ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের অন্তত ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসহ দোকান নিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফাযার কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দুটি ইউনিট অন্তত আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই৷ এসময় এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভবত বিদ্যুৎ সর্টসার্কিট থেকে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *