‘একুশে’ প্রকাশনার জন্য লেখা আহ্বান
তিন পার্বত্য জেলার শ্রম অধিদপ্তর নিবন্ধিত একমাত্র সাংবাদিক সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: চট্ট-নং ২৮০৮)’-এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথমবারের মতো কবিতা সংকলন ‘একুশে’ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
এতে তিন পার্বত্য জেলার নতুন-পুরাতন সব বয়সী সম্মানিত লেখকদের কবিতা ছাপা হবে।
নির্বাচিত লেখকদের কেইউজে’র প্রকাশনা কমিটির পক্ষ থেকে সম্মানি প্রদান করা হবে। আগ্রহী লেখকদের আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে নিম্নোক্ত ই-মেইল: prodip.cht@gmail.com এবং হোয়াটস অ্যাপ: 01819627797 নম্বরে প্রেরণের অনুরোধ জানানো হচ্ছে।
কেইউজে’র সভাপতি ও ‘একুশে’ সম্পাদনা পরিষদের সভাপতি প্রদীপ চৌধুরী স্বাক্ষরিত এক বিৃতিতে এই তথ্য জানানো হয়েছে।