খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে পরপর দুইবার নির্বাচিত হলেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল কাদের দোয়াত কলম প্রতীক নিয়ে ৮৭৪৭ এবং কংজঅং মারমা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭৯ ভোট।
বুধবার (৮ মে) রাতে রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জমির উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে- ভাইস চেয়ারম্যান পদে ১০ হাজার ৯৭১ ভোট পেয়ে চশমা প্রতীক প্রার্থী মো: মোবারক হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (সাবেক ভাইস চেয়ারম্যান) মো: আনোয়ার ফারুক টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৫ ভোট, মোহাম্মদ নুরুল আমিন টিউব ওয়েল প্রতীকে পেয়েছেন ৩৮৪৭ ভোট, মো: শামসুদ্দিন মিলন তালা প্রতীকে পেয়েছেন ৩৫৩২ ভোট এবং মো: ওমর ফারুক শুভ মাইক প্রতীকে পেয়েছেন ১২২৪ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আহসান নীলা প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) হাছিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৭৫৬৩ ভোট।
রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জমির উদ্দিন জানান, রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার দুইটি ইউনিয়নে মোট ভোটার ৪৬ হাজার ৭১৯ জন। ২০টি ভোট কেন্দ্রের ৯১টি বুথে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.২০ শতাংশ।