পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উপলক্ষে ইসলামপুর দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন, আমাদের কে সঠিকভাবে ইসলামী মূল্যবোধ জানতে হবে। পবিত্র কোরআনের “ইকরা” শব্দটি উল্লেখ করে তিনি বলেন আমাদের কে প্রচুর পড়ালেখা করতে হবে। আলেমদের কে জীবনমুখী শিক্ষা গ্রহন করতে হবে। যাতে করে কেউ মনে না করে ইসলাম মানে শুধু মসজিদে ইমামতি করা।
নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, প্রবন্ধকার মাওলানা এ বি এম তোফায়েল উদ্দিন ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. আবু জাফর।
নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. কাইয়ুম হোসেন এর সঞ্চালনায় নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা জুলফিকার আলী, সহকারী শিক্ষক মাওলানা আবু সালেহ, মাওলানা জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও নানিয়ারচর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ সহ অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।