কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অস্ত্র মামলার আসামি মনিরুল হক (৫০)-কে গ্রেফতার করে। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র। অভিযানকালে পুলিশ তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


















