রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ।
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে উপজেলা পরিষদ কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অপরদিকে একইদিন অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় উপজেলা পরিষদ ৪-২ গোলে ২ নং গাইন্দ্যা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলা শেষে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, সাংবাদিক আজগর আলী খান ২ নং ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, ইউপি সদস্য শিমুল দাশ,কামাল হোসেন এ খেলার সার্বক্ষনিক সহযোগিতায় ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা সহ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উজ্বল চন্দ্র শীল এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন উত্তরন তালুকদার ও নেঞমং মারমা। পুরা খেলাটির ভাষ্যকার ছিলেন, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তনচংগ্যা।