নানিয়ারচরে মাদকবিরোধী পুলিশি অভিযানে মো.হাসান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছ।
পুলিশ জানায়, গোপন তথ্যর ভিত্তিতে এক অভিযানে সোমবার ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা গ্রামে বড় ব্রিজের পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে
রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


















