তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে সোনাইপুল তানিশা কনভেনশন সেন্টারে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষক দলের সভাপতি কামাল উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধের লড়াকু সৈনিক জননেতা ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থীতায় মনোনিত হয়েছেন। পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই। তাই দলমতের উদ্ধে উঠে এবার সুযোগ হয়েছে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার।
এ সময় বক্তারা ধর্মের নামে রাজনীতি ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে যারা সত্যকে সত্য বলতে ভয় পান, তাদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান, রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস ও সাংগঠনিক সম্পাদক-২ জামাল উদ্দিন শামীম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


















