ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় ” ঐতিহাসিক মুজিবনগর ও বাংলাদেশের স্বাধীনতা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নির্বাহী অফিসার রুমন দে সভাপতিত্ব করেন।
কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি ( তদন্ত) নূরে আলম, উপজেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিচ, বড়ইছড়ি খাদ্য গুদামের ওসি( এলএসডি) নিপু চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ , জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকার এর কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।।