দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘মজিববর্ষেরর সফলতায় দূর্যোগ প্রস্ততিতে গতিশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে র্যালি, দুর্যোগ-কালীন মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে মেইন সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। এসময় দীঘিনালা ফায়ার সার্ভিসের আয়োজনে যৌথ মহড়ায় অংশগ্রহণ করেন, উপজেলা যুব রেড ত্রিসেন্ট ও রোভার স্কাউট।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরের নবী’র পরিচালনায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা- ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ সহ সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন