মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর।
রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরী শেষে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ-ফজলুর রহমানের সভাপতিত্বে এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইসচেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ, নানিয়ারচর থানার (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সারওয়ার কামালসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।
এর আগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার প্রাথমিক ও উচ্চ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত কবিতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতাসহ বিবিধ প্রতিযোগীতার আয়োজন সম্পন্ন হয় এবং ২১ ফেব্রুয়ারি সকালে দিনটি স্মরণে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।