বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, রাঙামাটি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা আক্তার।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।