রাঙামাটি জেলার দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড় এলাকার হতদরিদ্র মোঃ মনির হোসেনের ঘরে জন্ম নেয়া শিশু রাব্বির বয়স মাত্র আড়াই মাস ।
গত ৭ জুন ২০২২ এই শিশু রাব্বির জন্ম হয় রাঙামাটি জেনারেল হাসপাতালে। তাও সিজারের মাধ্যমে। জন্মেই ধরা পড়ে শিশুর হার্টে ছিদ্র হয়েছে। রাঙামাটি সদর হাসপাতালের সার্জারি ডাক্তার মোঃ সেলিম তখনই শিশুটির পিতা মনির হোসেনকে বলেন ২-৩ মাসের মধ্যে ঢাকা নিয়ে তাকে হার্টের অপারেশন করাতে হবে।
এ কথা শুনে শিশুর পিতা মনির হোসেন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুদিন রাখার পর ডাক্তারা বলেছেন ৩-৪ লক্ষ টাকা লাগবে। গত তিন মাসে শিশুর গরিব পিতা মনির হোসেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি এই শিশুর চিকিৎসায় ব্যয় করে এখন সর্বহারা হয়ে গেছে।
বর্তমানের সে পথের ফকির। তার কাছে আর সহায় সম্বল বলতে কিছুই নেই। ইতোমধ্যে শিশুর চিকিৎসার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার পরেও অনেক টাকার প্রয়োজন।
শিশুর পিতা মনির হোসেন বলেন, এই শিশুকে নিয়ে আমি এখন সর্ব শান্ত । আমার পথে নামা ছাড়া আর কোন গতি নাই। সমাজের বিত্তশালী ও সরকারী বেসরকারী সহযোগিতা ছাড়া আমার শিশু রাব্বিকে বাঁচানো কোন ভাবেই সম্ভব নয়।
শিশুটিকে বাঁচাতে সহৃদয়বান দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন মনির হোসেন। তার বিকাশ নম্বর- ০১৮১২-৪৩৮৮৪৪।
এ