রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালি পাড়ায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান হতে হলে উদ্যোক্তা হতে হবে। একজন নারী পারে তাঁর পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে।
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্থানীয় শতাধিক নারী উপস্থিত ছিলেন।