“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। বুধবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সুমন মিয়া, মহালছড়ি থানার এসআই আব্দুল আওয়াল এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং যানবাহন চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক শুধু সরকারের নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।