কাউখালী উপজেলার তারাবুনিয়া খাজা গরীবে নেওয়াজ ইটভাটা (২৭ ডিসেম্বর/২২) হতে তিন শ্রমিক অপহরন মামলায় দুইজন কে কাউখালী থানা পুলিশ গতকাল শনিবার রাতে আটক করেছেন বলে জানা যায়।
সুত্র জানায় উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত খাজা গরীবে নেওয়াজ ইটভাটা হতে গত ২৭ ডিসেম্বর /২২ ইং তারিখ ভোর রাতে তিনজন ইটভাটা শ্রমিক কে অপহরণ করে উপজাতি সশস্ত্র গ্রুপ। অপহৃতরা হলেন মোঃ জিয়াউর রহমান (২৮), পিতা, মোঃ গাজি তাহের,সাং দক্ষিণ পাহাড় তলী,ফতেয়াবাদহাটহাজারী চট্টগ্রাম। মোঃ আহসান উল্লাহ (২৮),পিতা,রহমত উল্লাহ, সাং নোয়াখালী সদর, নোয়াখালী। মোঃ মোসলিম (৪০),পিতা মৃত, আবদুর রশিদ, শশীভুষন, ভোলা। ইটভাটার মালিক মোঃ ফারুক মিয়া বাদি হয়ে গত ২৯ ডিসেম্বর /২২ ইং তারিখে কাউখালী থানায় অজ্ঞাত নামা ১০/১২ জন কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ টি কাউখালী থানা পুলিশ তদন্তে নামেন এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে যারা মোবাইলফোনে ইটভাটা মালিক ফারুকের কাছে ত্রিশ লক্ষ টাকা চাদা দাবী করেন তাদের মধ্যে সন্দেহজনক দুই জন কে গতকাল ভোর রাতে কাপ্তাই চন্দ্রগোনা পাহাড়ী এলাকা হতে আটক করে কাউখালী থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন ১) ক্যমং মারমা(২২) পিতা, আদো অং মারমা, সাং বিনাজুরী পাড়া, লক্ষিছড়ি,খাগড়াছড়ি। ২) উক্যওয়াি মারমা (২০) পিতা, মংলু মারমা, সাং রোয়াজা পাড়া, বান্দরবান সদর, বান্দরবান। এ ব্যাপারে কাউখালী থানায় মামলা রুজু করা হয় মামলা নং ৮,তারিখ ৩০.১২.২০২২ইং,আইও এসআই মোঃ শামীম।
পরে আটককৃত দুই জন কে আজ (রবিবার) রাংগামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী জানান। এবং অপহৃত তিন শ্রমিক কে উদ্ধারের চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।