রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ধান ভিত্তিক খামার বিন্যাস উন্নয়নের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় বোরো মৌসুমের প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে এসব তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা। পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে কাজু বাদাম ও কপি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে দুই ব্যাচে জুরাছড়ি ও মৈদং ইউনিয়নের ৬০ জন চাষী অংশগ্রহণ করেন। এ সময় রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচারক তপন কুমার পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।