বান্দরবানের রুমায় ১নং পাইন্দু ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ সালে চক্রের নতুন উপকারভোগী তালিকাভুক্ত দুস্থ নারীদের প্রতি জনে ৩০ কেজি করে চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি ব্রন্ডিং এর মধ্যে একটি কর্মসূচী সামাজিক নিরাপত্তা” এই কর্মসূচির আওতায় ৩৬৭ পরিবার ভালনেরেবল উইমেন্স বেনিফিট (ভি.ডাব্লিউ.বি) তালিকাভুক্তদের মাঝে চাউল বিতরণ করা হয়।
বিতরণ কালে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোহাম্মদ হারিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ খালরদ ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাসহ ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদসদ্যরা।
এসময় চেয়ারম্যান উহ্লামং মারমা বললেন ২০২৩-২০২৪ অর্থ সালে চক্রের ৩৬৭ জন উপকারভোগী প্রতিমাসে ৩০কেজি করে ভি.ডাব্লিউ.বি চাল পাবে।
চেয়ারম্যান আরও বলেন, ইউপি গুডাম থেকে চাউল উত্তোলন সময়ে উপকারভোগীরা ২শত টাকা করে সঞ্চয় জমা দিতে হবে। এই সঞ্চয় টাকা আগামী ২০২৪ সাল ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেয়াদ জমা করা সঞ্চয় টাকা নিযম অনুযায়ী সুদসহ ফেরত দেযা হবে।