পার্বত্যাঞ্চল ভিত্তিক নিউজ পোটাল “পাহাড়ের খবর ” এ বন্যায় জুরাছড়ির উন্নয়ন বোর্ডের সেতু ক্ষতিগ্রস্ত” শিরোনামে সম্প্রতি প্রকাশে পর সরজমিনে পরির্দশন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিভাগ।
সোমবার (১৪ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুমেশ চাকমা সরেজমিনে ব্রীজটি পরির্দশন করেন। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যদের সাথে কথা বলেন।
এ সময় উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুমেশ চাকমা বলেন, অতিবৃষ্টির পানির স্রোতে পিলারের মাটি সরে গিয়ে ৮-৯ ফুট গর্ত সৃষ্টি হয়েছে। এতে ব্রীজটি ডেবে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তার পরেও প্রাকৃতিক অবস্থা স্বাভাবিক হলে সৃষ্টি গর্তে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য গেল ১২ আগস্ট ” পাহাড়র খবরে” বলা হয়
সম্প্রতি প্রবল অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে রাঙামাটি জুরাছড়ি উপজেলায় থানার পূর্বে আরসিসি গাইর্ডার ব্রীজের ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিলারের বেইজ ও পাইলক্যাপের মাটি সরে গিয়ে ৮-৯ ফুট গর্ত সৃষ্টি হয়েছে। দ্রুত প্রয়োজনী পদক্ষেপ নেওয়া না হলে ব্রীজটি ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে স্থানীয়রা।