ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে প্রাইমারি স্কুলের টয়লেট থেকে উদ্ধার হওয়া নিহত হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় মো.কবির (৪৪) নামে আরও একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার কাঠমিস্ত্রী মো.কবির শিল্প এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
১৫ মার্চ রাতে শিল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (১৬ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তার কবিরের কাছ থেকে নিহত সুমির রেজিস্ট্রেশনকৃত ব্যবহৃত মোবাইল সিম পাওয়া গেছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা তদন্ত করছি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, এটা নৃশংস হত্যাকাণ্ড ও পরিকল্পিত। সুমি হত্যা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে। আটকদের বিরুদ্বে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১২মার্চ) বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শোচাগার থেকে নিহত সুমির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।