কাপ্তাই নতুন বাজার ক্রিয়েটিভ বয়েজ এর আয়োজনে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল হতে কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা মাঠে শুরু হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। এতে সর্বমোট ১৮ টি দল অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় নতুনবাজার দ্যা ইয়াং জেনারেশন ৪-২ গোলে ব্যঙছড়ি ক্রীড়া সংঘকে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
৪ নং কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেল এর সভাপতিত্বে এসময় কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কাপ্তাই ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিজুল ইসলাম, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো: ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবদুল্লা আল মামুন অপু সহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।


















